৪ ডিসেম্বর ২০২৩ - ০৩:০৯
ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের হত্যার ঘটনায় পাকিস্তানের সেনা প্রধান ছিলেন নিরব দর্শকের ভূমিকায়: আল্লামা মাকসুদ দোমাকী

পাকিস্তানের মুসলিম ঐক্য পরিষদের কেন্দ্রীয় সংগঠনের সেক্রেটারি আল্লামা মাকসুদ আলী দোমাকী বলেছেন, পাকিস্তানের তথাকথিত ইসলামি সেনাবাহিনী এবং এর কমান্ডার জেনারেল রাহিল শরীফ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের নির্বিচারে হত্যা দেখেছেন এবং একটি গুলিও চালাতে পারেননি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের মুসলিম ঐক্য পরিষদের কেন্দ্রীয় সংগঠনের সেক্রেটারি আল্লামা মাকসুদ আলী দোমাকী বলেছেন, ফিলিস্তিন যুদ্ধ হারামাইন শরিফের পরিচালনার বিশ্বাসঘাতক দাবীদ্বাররা এবং ৫৬টি ইসলামিক দেশের শাসকদের লজ্জাজনক চরিত্রের মুখোশ উন্মোচন করেছে। জামায়াতে ইসলামী শিকারপুর পাকিস্তান আয়োজিত ফিলিস্তিনপন্থী উলামা ও শেইখদের ঐক্য সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই সম্মেলনে আল্লামা মাকসুদ দোমাকী ১৪ হাজার ফিলিস্তিনীর পবিত্র রক্ত বিশ্ববাসীর নিকট ইসরাইলকে সন্ত্রাসী দেশ হিসেবে উপস্থাপন করে বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ হচ্ছে সত্য-মিথ্যার যুদ্ধ।

তিনি বলেন, পাকিস্তানের তথাকথিত ইসলামি সেনাবাহিনী এবং এর কমান্ডার জেনারেল রাহিল শরীফ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের নির্বিচারে হত্যা দেখেছেন এবং একটি গুলিও চালাতে পারেননি। পাকিস্তানের মুসলিম ঐক্য পরিষদের কেন্দ্রীয় সংগঠনের সেক্রেটারি এসময় বলেন, ইয়েমেনের আনসারুল্লাহকে অভিনন্দন, যারা দখলদার ইসরাইলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে, ইসরাইলি জাহাজ আটক করেছে এবং শত্রুকে আতঙ্কিত করেছে।#176S